শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চিনি খোলা কেজি ৭৪, প্যাকেট ৭৫ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের দাবির মুখে শেষে বাড়তি দামেই চিনির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠক শেষে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠে গিয়েছিল। আমরা কেজিতে ৫ টাকা করে দাম কমিয়েছি। চিনির আন্তর্জাতিক বাজারদর এবং স্থানীয় পরিশোধনকারী মিলের উৎপাদন ব্যয় বিবেচনায় এনে এই দাম নির্ধারণ করা হয়। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে এখন থেকে চিনির দাম নিয়মিত পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। এর আগে প্রতি কেজি চিনির মূল্য ছিল ৬০ থেকে ৬৫ টাকা। গত আগস্টে হঠাৎ সেটি বেড়ে ৮০ থেকে ৮২ টাকা কেজিতে ওঠে। বিষয়টি নিয়ে তদন্তে নামে সরকার। ভোজ্যতেলের মতো চিনির দাম বাড়ানোর বিষয়ে সরকারের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেটি পরিপালন না করায় পাঁচ চিনি পরিশোধনকারী কোম্পানির কাছে আমদানির কস্টশিট চাওয়া হয়। শেষে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশনের টানা দুই দিন বৈঠক শেষে গতকাল নতুন এই দাম নির্ধারণ করে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর