শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনা সম্মেলন করবেন বাইডেন

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনা সম্মেলন করবেন বাইডেন

জাতিসংঘে আগত বিশ্ব নেতাদের সমন্বয়ে করোনাভাইরাস জনিত সংকটের পরিপ্রেক্ষিতে করণীয় নিয়ে উচ্চপর্যায়ের এক সম্মেলন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উন্নয়নশীল বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়ে চলমান সংকটের পাশাপাশি এই মহামারীতে বিপর্যস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো নিয়েও কার্যকর একটি আলোচনা করতে চান বাইডেন। হোয়াইট হাউসের একাধিক সূত্রে এ সংবাদ জানা গেছে। হোয়াইট হাউসের সূত্রে বলা হয়েছে, বাইডেনের জাতিসংঘ সফরসূচি তৈরি করা হচ্ছে। হোস্ট সিটির গ্রিন সিগন্যাল পেলেই তা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। কূটনৈতিক সূত্রে বলা হয়েছে, করোনা সংকটের সময় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নেতৃত্বকে গ্রহণযোগ্য করতে বাইডেনের এই অভিপ্রায় অপরিসীম ভূমিকা রাখবে। কারণ, এই মহামারী কাউকে ছাড় দেয়নি, দিচ্ছেও না। টিকা না নেওয়া ব্যক্তিরা এখন খেসারত দিচ্ছেন করোনার কবলে পড়ে।

ইউনিভার্সিটি অব ওক্সফোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি টিকা নিতে সক্ষম হলেও সাউথ আফ্রিকার মোট জনসংখ্যার মাত্র এক-তৃতীয়াংশ তা পেয়েছেন। আফ্রিকার ৩% মানুষ পেয়েছে করোনার টিকা। এ অবস্থার অবসানে জাতিসংঘের সমন্বয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার মাধ্যমে ‘কভ্যাক্স’ প্রোগ্রামে চলতি বছর গরিব বিশ্বে যে পরিমাণের টিকা বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল তার ২৫%-ও পাওয়া যায়নি। টিকা উৎপাদনে বিভিন্ন স্থানে সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি রপ্তানিতে জটিলতা সৃষ্টি এবং ধনী দেশগুলোর বৈষম্যমূলক আচরণকে দায়ী করা হয়েছে এই ব্যর্থতার জন্যে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর