শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

১০৩ দিন পর শনাক্তের হার ৯ শতাংশের নিচে

নিজস্ব প্রতিবেদক

১০৩ দিন পর শনাক্তের হার ৯ শতাংশের নিচে

নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার ১০৩ দিন পর ৯ শতাংশের নিচে নেমেছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৫৪১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৮৮ জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৮.৭৬ শতাংশ। এর আগে ৯ শতাংশের নিচে ৭.৯১ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয়েছিল গত ২৯ মে। শনাক্ত হার কমলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮ জনের, যা আগের দিনের চেয়ে ছয়জন বেশি। এদিকে গতকাল গণটিকার দ্বিতীয়  ডোজের শেষ দিনে যারা টিকা নিতে পারেননি, তারা আজ টিকা নিতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন। মারা গেছেন ২৬ হাজার ৭৯৪ জন। বিভাগভিত্তিক নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ছয়টি বিভাগে শনাক্তের হার কমলেও বেড়েছে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে। এক দিনের ব্যবধানে ময়মনসিংহে শনাক্তের হার দশমিক ৫১ শতাংশ বাড়লেও রাজশাহী বিভাগে বেড়েছে ২ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও বরিশাল বিভাগে শনাক্তের হার ছিল দেশের গড় হারের চেয়ে বেশি। এই সময়ে নমুনা পরীক্ষায় ঢাকা বিভাগে ৯.২৪ শতাংশ, বরিশাল বিভাগে ৯.৩০ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ৮.৬৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৮.১৫ শতাংশ, খুলনা বিভাগে ৭.৭৩ শতাংশ, সিলেট বিভাগে ৭.৪৭ শতাংশ, রাজশাহী বিভাগে ৭.৪৩ শতাংশ ও রংপুর বিভাগে ৭ শতাংশ ছিল শনাক্তের হার। গত এক দিনে মৃত ৫৮ জনের মধ্যে ৩৫ জন ছিলেন পুরুষ ও ২৩ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। এর মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, সিলেট বিভাগে আটজন, খুলনা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন। বরিশাল ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। বয়স বিবেচনায় গত এক দিনে মৃতদের মধ্যে ৩১ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১৬ জন পঞ্চাশোর্ধ্ব, সাতজন চল্লিশোর্ধ্ব, দুজন বিশোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে।

আজও নেওয়া যাবে গণটিকা : এদিকে গণটিকার প্রথম ডোজের ক্ষেত্রে ছয় দিনে যতসংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়েছিল, তাদের সবাইকে তিন দিনের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে টিকা কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। গতকাল অনেকে ফজরের সময়ই কেন্দ্রে এসে অপেক্ষা করতে থাকেন। রাজধানীর সব কেন্দ্রেই দেখা যায় টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। দীর্ঘ সারিতে ছিল না স্বাস্থ্যবিধির বালাই। গত ১১ ও ১২ আগস্ট গণটিকা ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হয় গতকাল। বয়স্কদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও তাদেরও দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। অনেকেই লম্বা সময় লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত টিকা নিতে না পেরে ফিরে গেছেন। তবে গণটিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা তিন দিনেও দ্বিতীয় ডোজ নিতে পারেননি, আজ শুক্রবার তারা টিকা নিতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর