শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সিরিজে ব্যবধান কমাল কিউইরা

ক্রীড়া প্রতিবেদক

প্রথম চার ম্যাচেই সিরিজ নিশ্চিত করে নেয় বাংলাদেশ। গতকালের পঞ্চম ম্যাচটি ছিল সাদা চোখে আনুষ্ঠানিকতার। তবে ম্যাচ আবার ছিল টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের প্রথম। সান্ত্বনার কিংবা মাহমুদুল্লাহ বাহিনীর বিশ্বকাপ স্কোয়াডের প্রথম ম্যাচটি দাপুটে ক্রিকেট খেলে জিতে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। টাইগারদের ২৭ রানের হারের ম্যাচ শেষে সিরিজের ব্যবধান ৩-২। এর আগে জিম্বাবুয়েকে ২-১ এবং অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিলেন মাহমুদুল্লাহরা। এ নিয়ে নিজেদের টি-২০ ক্রিকেট ইতিহাসে এই প্রথম টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে টাইগাররা টি-২০ সিরিজ জিতেছে ৯টি। টানা তিন সিরিজ ছাড়া বাকিগুলো জিম্বাবুয়ে ২-০, ওয়েস্ট ইন্ডিজ ২-১, পাকিস্তান ১-০, আয়ারল্যান্ড ৩-০, ওয়েস্ট ইন্ডিজ ১-০ ও জিম্বাবুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে।

সিরিজ নিশ্চিত হওয়ায় মূল একাদশের চার ক্রিকেটারকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। এর ফলে সাজঘরে বসে থাকেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান,  মোহাম্মদ সাইফুদ্দিন ও শেখ মোহাম্মদ মেহেদি। তাদের জায়গায় ফেরেন সৌম্য সরকার, শরীফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও তাসকিন আহমেদ। টস জিতে গতকাল শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামে ব্ল্যাক ক্যাপসরা। গোটা সিরিজে এই প্রথম বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে দেখা গেল ব্যাটসম্যানদের। টাইগার বোলারদের ওপর দাপুটে ক্রিকেট খেলে নিউজিল্যান্ড ২০ ওভারে সংগ্রহ করে ৫ উইকেটে ১৬১। মিরপুরে যা গত ১০ ম্যাচে সর্বোচ্চ দলগত স্কোর। কিউই অধিনায়ক টম লাথাম সিরিজে দ্বিতীয় হাফসেঞ্চুরি করেন। গতকাল ৩৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লাথাম। এ ছাড়া ওপেনার ফিন অ্যালেন ৪১ রান করেন ২৪ বলে ৪ চার ও ৩ ছক্কায়। টাইগার বোলারদের পক্ষে শরীফুল সর্বাধিক ২ উইকেট নেন ৪৮ রানের খরচে। শেষ ওভারে দেন ১৮ রান। সিরিজ সেরা নাসুম আহমেদ নেন ২৫ রানের খরচে ১ উইকেট। সিরিজে ৫ ম্যাচে তার উইকেট ৮টি। ১৬২ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি টাইগাররা। সর্বোচ্চ ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন আফিফ হোসেন। ৩৩ বলের ইনিংসটিতে ছিল দুটি চার ও তিনটি ছক্কা। অধিনায়ক মাহমুদুল্লাহ ২৩ ও ওপেনার ২৩ রান করেন।

সর্বশেষ খবর