শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অধিকাংশ কর্মীর জন্য টিকা বাধ্যতামূলক

প্রতিদিন ডেস্ক

অধিকাংশ কর্মীর জন্য টিকা বাধ্যতামূলক

অধিকাংশ সরকারি কর্মীর জন্য টিকা বাধ্যতামূলক করে যুক্তরাষ্ট্রে সংক্রমণ মোকাবিলার নতুন নীতিমালা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ নীতিমালার কারণে এখন থেকে বড় কোম্পানিগুলোকেও হয় কর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, নয়তো প্রতি সপ্তাহে শনাক্তকরণ পরীক্ষায় পাঠাতে হবে। সূত্র : রয়টার্স। গত বৃহস্পতিবার ঘোষিত বাইডেন প্রশাসনের নতুন এ নীতিতে যুক্তরাষ্ট্রের প্রায় দুই তৃতীয়াংশ সরকারি কর্মী টিকাদানের আওতায় পড়বেন। খবরে বলা হয়, টিকা নয়তো প্রতি সপ্তাহে কর্মীদের শনাক্তকরণ পরীক্ষার নিয়ম বহাল হবে সেসব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, যাদের কর্মীসংখ্যা একশর বেশি। এ নিয়ম ভঙ্গ করলে প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের জরিমানা করারও পরিকল্পনা করা হচ্ছে। বাইডেন বলেন, আমরা ধৈর্য ধরে ছিলাম। কিন্তু সেই ধৈর্য হালকা হয়ে এসেছে। আপনাদের টিকাদানে অস্বীকৃতির কারণে আমাদের সবাইকে মূল্য দিতে হচ্ছে। ঘোষিত নতুন নীতিমালাকে যুক্তরাষ্ট্রে কভিড মোকাবিলায় বাইডেন প্রশাসনের সবচেয়ে ‘আগ্রাসী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করা হচ্ছে। করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার বিস্তারের কারণে দেশটিতে কভিড রোগী ও মৃত্যুর নতুন ঢেউ যখন কর্মকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছে, তখনই এ নীতিমালা এলো। খবরে বলা হয়, কভিড সংক্রমণের এ ঊর্ধ্বহার কেবল যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্যই নয়, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের জন্যও অশনি সংকেত। জুলাইয়ে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্তিলাভের খুব কাছাকাছি চলে এসেছে। এরপর কভিড পরিস্থিতির অবনতিতে বাইডেনের জনপ্রিয়তাও কিছুটা কমে গেছে। নতুন এ নীতিমালায় শিগগিরই সংক্রমণ হারে নাটকীয় পরিবর্তন দেখা যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরাও। অধিকাংশ সরকারি কর্মীর জন্য টিকা বাধ্যতামূলক এবং বড় কোম্পানিগুলোর কর্মীদের টিকা নিতে চাপ দেওয়ার বাইডেনের এ পদক্ষেপ রাজনৈতিক ও আইনি প্রতিবন্ধকতার মুখে পড়বে বলেই অনুমান করা হচ্ছে। রিপাবলিকান ন্যাশনাল কমিটি জানিয়েছে, তারা বাইডেনের এ নীতিমালার বিরুদ্ধে মামলা করতে চায়।

বাইডেনের নতুন পরিকল্পনায় হাসপাতাল এবং দরিদ্র, প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকদের চিকিৎসা সেবা দেওয়ার বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়া ১ কোটি ৭০ লাখের বেশি স্বাস্থ্যসেবা কর্মীকেও টিকাদানের আওতায় আনতে প্রশাসনকে বলা হয়েছে। বাইডেন প্রশাসন এর আগে যে নির্দেশনা দিয়েছিল, তাতে টিকা নিতে অনিচ্ছুক সরকারি কর্মীদের নিয়মিত তাদের শনাক্তকরণ পরীক্ষার ফল জমা দিতে হতো। এবারের নির্দেশনায় ব্যতিক্রমরা বাদে টিকা নেননি এমন সব সরকারি কর্মীকে ৭৫ দিনের মধ্যে টিকা নিতে হবে, নয়তো চাকরিচ্যুতির মুখোমুখি হতে হবে। সরকারি কর্মীদের ইউনিয়নগুলো বাধ্যতামূলক টিকার এই নীতিমালা মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

সর্বশেষ খবর