শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে খণ্ডিত ইতিহাস প্রচার হচ্ছে

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে খণ্ডিত ইতিহাস প্রচার হচ্ছে

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যাকান্ডের ঘটনা নিয়ে খন্ডিত ইতিহাস প্রচার করা হচ্ছে। বঙ্গবন্ধুর হত্যাকান্ডের ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষক, সমর্থনকারীসহ সব মিলিয়ে জাতিকে প্রকৃত ধারণা দিতে গেলে জাতীয় তদন্ত কমিশন করা দরকার। প্রয়োজন একটি শ্বেতপত্র প্রকাশের। এই  তদন্ত কমিশন ও শ্বেতপত্র জাতিকে সব ধরনের বিভ্রান্তি থেকে মুক্তি দেবে। এতে এই খন্ডিত ইতিহাস চর্চার সমস্যা এবং সংকট থেকেও আমাদের রক্ষা করবে।’ গতকাল দুপুরে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাবর্তন টেকসই হয়নি। গণতন্ত্রের অগ্রযাত্রা এখনো মজবুত হয়নি। দুর্নীতিবাজ-দলবাজ সিন্ডিকেট সুশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এখনো চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত বর্তমান সরকারকে উৎখাতের খেলায় লিপ্ত। এ অবস্থায় গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্থায়ী ও টেকসই করে গড়ে তোলা একটি বড় কাজ’। বিকালে বাগেরহাট সার্কিট হাউসে জেলা জাসদের কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে হাসানুল হক ইনু বক্তব্য রাখেন। বাগেরহাট জেলা জাসদের সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র রায়ের সভাপত্বিতে কর্মিসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় নেতা শেখ মাসুদুর রহমান, শেখ মো. ওবায়েদুস সুলতান বাবলু, গোপালগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী, পিরোজপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক বিভুরঞ্জন বিশ্বাস প্রমুখ।

সর্বশেষ খবর