রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
শপথ হয়নি আফগান সরকারের

সাবেক ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা, কবরও দিতে দেয়নি তালেবান

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের সময় আটক দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর ভাই রুহুল্লাহ আজিজিকে হত্যার পর কবর দিতে দেয়নি তালেবানরা। তার মরদেহ পচে যাওয়ার অপেক্ষায় উন্মুক্ত স্থানে ফেলে রাখা হয়েছে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী, গতকাল ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে তালেবানদের গঠিত নতুন সরকারের  সদস্যরা শপথ নিতে ব্যর্থ হয়েছেন। জানা গেছে, অভ্যন্তরীণ বিরোধে শেষ পর্যন্ত শপথ অনুষ্ঠানটি করা যায়নি। সূত্র : আলজাজিরা, রয়টার্স, বিবিসি। খবরে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বিশ্ব বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর দিনটি শপথ অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন তালেবানের শীর্ষ নেতারা। শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান, ভারত ও ইরানকে আমন্ত্রণ জানায় তালেবান। তবে গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট কার্যালয় জানিয়ে দিয়েছিল, তাদের কেউ এ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবে না। উল্লেখ্য, রাজধানী কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর গত ৭ সেপ্টেম্বর ৩৩ সদস্যের তত্ত্বাবধায়ক সরকার গঠন ঘোষণা করে তালেবান। প্রাপ্ত খবর অনুযায়ী, পূর্ব ঘোষণা থাকলেও গতকাল নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়নি। এ ব্যাপারে তালেবানদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। ধারণা পাওয়া যায়, অন্তর্কোন্দলে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি করা যায়নি। তবে তালেবানের একজন মুখপাত্র জানান, অনিবার্য কারণবশত শপথ গ্রহণের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

সাবেক ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা : আফগানিস্তানের সাবেক ভাইস  প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর ভাই রুহুল্লাহ আজিজিকে হত্যার পর তালেবান যোদ্ধারা তাকে দাফন করতে দেয়নি। পানশিরে প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়া তালেবানবিরোধী বাহিনীর অন্যতম নেতা ছিলেন রুহুল্লাহ। গত শুক্রবার তার ভাতিজা তালেবানের হাতে চাচার এই মৃত্যুর খবর জানান। তিনি বলেন, ‘তারা আমার চাচাকে হত্যা করেছে। গত বৃহস্পতিবার তারা তাকে মেরে ফেলে। তারা তাকে দাফন করতে দেয়নি। তার লাশ পচুক, এমনটাই চাচ্ছে তারা। তাকে উন্মুক্ত জায়গায় কয়েক দিন ধরে ফেলে রাখা হয়েছে।’ টোলো নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, পানশিরে তালেবান যোদ্ধাদের হাতে আটক হন রুহুল্লাহ। পরে তাকে হত্যা করা হয়। রুহুল্লাহর ভাই আমরুল্লাহ সালেহকে তালেবানরা এখনো ধরতে পারেনি। সালেহ এখন ঠিক কোথায় আছেন, তাও স্পষ্ট নয়। তবে এনআরএফ জানায়, পানশিরের রাজধানীর পতন হলেও তালেবানের বিরুদ্ধে তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রয়েছে। তালেবানের যত ভাষ্য : তালেবানের এক মুখপাত্র সাইদ জিকরুল্লাহ হাসিমি টোলো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘মন্ত্রিসভায় নারীদের থাকার প্রয়োজন নেই, তাদের উচিত শুধুই সন্তান জন্ম দেওয়া।’ এক প্রশ্নের জবাবে হাসিমি বলেন, ‘আমরা নারীদের সমাজের অর্ধেক মনে করি না। অর্ধেক শব্দটিই ভুল।’ তালেবানের আরেক কর্মকর্তা দ্য ইন্ডিপেনডেন্টকে বলেছেন, ‘হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো। আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা নারীরা হলো সেই কাটা তরমুজ।’ বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার এ সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেন। আপলোডের পরই প্রচুর সংখ্যক মানুষ এটি দেখেন এবং শেয়ার করেন। তালেবান নেতাদের এমন সব মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

সর্বশেষ খবর