শিরোনাম
সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিদেশ যেতে খালেদাকে আগে জেলে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক

বিদেশ যেতে খালেদাকে আগে জেলে যেতে হবে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশে যেতে হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রথমে জেলে যেতে হবে। তারপর সেখান থেকে বিদেশে চিকিৎসার বিষয়ে আবেদন করতে হবে। গতকাল বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশন ভবনে আইন কমিশনের রজতজয়ন্তীর অনুষ্ঠান শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেত্রীর স্বজনরা এবার স্থায়ী মুক্তির আবেদনের পাশাপাশি বিদেশ যেতে দেওয়ার অনুরোধও করেছেন, বিষয়টি নিয়ে সরকার কী চিন্তা করছে।- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি এটা করতে হয়, তাহলে যেটা আমি আগেও বলেছি, তাঁকে আবার জেলে গিয়ে বর্তমান আবেদন বাতিল করতে হবে। এরপর আবার নতুন করে আবেদন করতে হবে। বর্তমান আবেদনে মুক্তির মেয়াদ বাড়ানো ছাড়া আমাদের কিছু করার নেই। আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা এবং আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সমাজের অগ্রগতি ও উন্নয়নের পথযাত্রা অব্যাহত রাখতে হলে আইনের গবেষণার কোনো বিকল্প নেই। এ কারণেই আইন কমিশনের গুরুত্ব অনেক। প্রচলিত আইন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যুগোপযোগী সংস্কার এবং ক্ষেত্রমতে নতুন আইন করার উদ্দেশ্যে সরকারের কাছে সুপারিশ করার জন্যই আইন কমিশন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই আইন কমিশন তার উদ্দেশ্য পূরণকল্পে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার প্রথম বছরেই কমিশন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলে সরকারের কাছে সুপারিশ করে এবং জাতির পিতার খুনিদের বিচার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সর্বশেষ খবর