মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিশ্বের অর্থনীতি আজ হুমকির মুখে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের অর্থনীতি আজ হুমকির মুখে

কমনওয়েলথভুক্ত দেশগুলোর বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়ে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের উপায় এবং পথ খুঁজে বের করার আহ্‌বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, অপ্রত্যাশিত অভিঘাত কভিড-১৯-এর প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি আজ হুমকির সম্মুখীন। কমনওয়েলথভুক্ত দেশগুলো এর ব্যতিক্রম নয়। গতকাল কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট-২০২১-এ ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘কভিড-১৯ মহামারীর কারণে গত বছর বৈশ্বিক অর্থনীতি ৩% সংকুচিত হয়েছে, যেখানে কমনওয়েলথভুক্ত অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় ১০%, যা বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ হ্রাসের অন্যতম প্রধান নিয়ামক। ২০২০ সালে গ্লোবাল ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হ্রাস পেয়েছে ৪২%। আর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমনওয়েলথ অর্থনীতি ৫০ শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর