বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

লক্ষাধিক অসচ্ছলকে আইনি সহায়তা

নিজস্ব প্রতিবেদক

লক্ষাধিক অসচ্ছলকে আইনি সহায়তা

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০২০-২১ অর্থবছরে আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন ১ লাখ ৭৯১ জনকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। এ বাবদ সরকারের ব্যয় হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৩১২ টাকা। যা ছিল মোট বরাদ্দের ৫০.৭৩ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে এ খাতে মোট বরাদ্দ ছিল ৫ কোটি টাকা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের গতকালের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী আরও বলেন, আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থদের আইনি অধিকার নিশ্চিতকল্পে আইনগত সহায়তা প্রদানের উদ্দেশে দেশের সর্বোচ্চ আদালতে স্থাপন করা হয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস। ২০০০ সালে প্রণীত এ আইনের আওতায় ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ সংস্থার অধীনে প্রত্যেক জেলায় জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর