শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
তথ্যমন্ত্রী বললেন, উদ্বেগের কিছু নেই

সাংবাদিক হয়রানিতে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

নির্বাচিত ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় গতকালও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠন। তারা বলছে, গণমাধ্যমকে হুমকিতে রাখতেই সরকার এ কাজ করছে। সাংবাদিক নেতাদের হয়রানিতে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেন তারা। তবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই।

গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবসহ সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ও প্রতিনিধিত্বশীল সংগঠনের নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনা অস্বাভাবিক, পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। এটা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ন্ত্রণের অজুহাত। নৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বা আইনের শাসনের তাড়নায় সাংবাদিক সমাজের বিরুদ্ধে সরকার এই পদক্ষেপ নিয়েছে তা বিশ্বাসযোগ্য নয়।’ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সম্পাদক পরিষদ এক বিবৃতিতে জানায়, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা পেশার ওপর চাপ ও হুমকি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, আহ্‌বায়ক ও স্বদেশ প্রতিদিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন এবং সদস্য সচিব ও আজকালের খবর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার। সম্পাদক ফোরামের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে এবং ডিআরইউ-এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের ১১ নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ সম্পাদক ফোরাম মনে করে, প্রচলিত আইনে কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হতে পারে। কিন্তু শুধুমাত্র একটি পেশার ১১ জন নির্বাচিত শীর্ষ নেতার ঢালাওভাবে ব্যাংক হিসাব তলব অনাকাক্সিক্ষত। যা অতীতে কখনো কোনো একটি পেশার ক্ষেত্রে ঘটেনি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর