বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
যশোরে চেক জালিয়াতি মামলা

ধানমন্ডি থানার মামলায় ইভ্যালির রাসেলের এক দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে একই আবেদনে রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাসিবুল হক এ আদেশ দেন। তার আগে ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় এই দম্পতির সাত দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন। গতকাল মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এর আগে গত শুক্রবার মো. রাসেল ও তার স্ত্রী শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। তার আগে বৃহস্পতিবার রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর ওই দিন বিকালে রাসেল ও শামীমাকে গ্রেফতার করে র‌্যাব।

যশোরে চেক জালিয়াতি মামলা : যশোর থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ইভ্যালির সিইও মো. রাসেলের নামে চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। গতকাল দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে (চৌগাছা) এ মামলাটি দায়ের করেন চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে তরফদার মো. মোশাহেদুর রহমান। মামলার অভিযোগে বলা হয়েছে, ইভ্যালি কর্তৃপক্ষ তার কাছ থেকে টাকা নিয়েও পণ্য দিতে ব্যর্থ হয়। পরে ২৫ জুলাই ইভ্যালির পক্ষ থেকে তরফদার মো. মোশাহেদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের ১ লাখ ৭৭ হাজার টাকার চেক প্রদান করা হয়। কিন্তু অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর