শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জনগণের শক্তি নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জনগণের শক্তি নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করব

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করে না। আমরা জনগণের শক্তি নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করব। গতকাল সকালে আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় আইনমন্ত্রী প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ৩৮টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এর আগে তিনি সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছেন। বিএনপিকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, বিএনপির নেতারা এয়ার কন্ডিশন ঘরে থেকে অভিযোগ করেন, সরকার এটা করে নাই, ওটা করে নাই, সেটা করে নাই। তারা জনগণের সামনে এসে বলে না।  তিনি বলেন, ২টি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১৭ বছরের সাজা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা মানবিক কারণে দুটি শর্তে ওনাকে মুক্তি দিয়েছেন। তিনি (খালেদা জিয়া) বিলাসবহুল বাসায় চলে এসেছেন। তিনি (খালেদা জিয়া) কডিভ-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। যেদিন হাসপাতালে ভর্তি হলেন সেদিন থেকেই বিএনপি নেতারা বলতে শুরু করেন, ওনাকে বিদেশে যেতে দেন, বিদেশে যেতে দেন। তখন প্লেন চলে না, ট্রেন চলে না, জাহাজও চলে না। কিন্তু ওনাকে বিদেশে যেতে দিতে হবে। উনি দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কিন্তু এখনো বলছে বিদেশে যেতে দিতে হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। যারা যে পদে প্রার্থী হতে চান প্রার্থী হবেন। তিনি জনগণকে ভোট দেওয়ার আহ্‌বান জানান। উপজেলা আওয়ামী লীগের আহ্‌বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা পিয়ারা আক্তার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর