শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গাদের সসম্মানে মিয়ানমারে ফেরাতে হবে

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গাদের সসম্মানে মিয়ানমারে ফেরাতে হবে

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা মুসলমানদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে বলেছেন, তার দেশ রোহিঙ্গাদের নিরাপদে স্বেচ্ছায় এবং সসম্মানে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পক্ষে। মঙ্গলবার জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে ভাষণদানকালে তুর্কি প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে রোহিঙ্গা সংকটের সমাধান হওয়া চাই। ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে কাশ্মীর নিয়ে যে বিতর্ক চলছে তুরস্ক তারও সমাধান চায়। এরদোগান তার ভাষণে চীনের উইঘুর ও মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার ঘটনাগুলো তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছর নিয়মিতভাবেই কাশ্মীর সংকটের বিষয়টি তুলে ধরতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট এরদোগানকে। ৭৪তম অধিবেশনে তাকে বলতে শোনা গেছে, কাশ্মীর এখনো একটি জ্বলন্ত ইস্যু। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য যা গুরুত্বপূর্ণ। অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর সংকট আরও চরম রূপ নিয়েছে বলে তিনি দাবি করেন। কাশ্মীরের পক্ষে এরদোগানের শক্ত অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারত বলেছে, জম্মু ও কাশ্মীরের বিষয় ভারতের অভ্যন্তরীণ বিষয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর