রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
বিক্রম দোরাইস্বামী

বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর আদর্শ মানুষের মুক্তি

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর আদর্শ মানুষের মুক্তি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধী দুজনই ছিলেন অসাম্প্রদায়িকতা ও অহিংস নীতিতে বিশ্বাসী। মহান এই দুই নেতার রাজনৈতিক আদর্শ ছিল মানুষের মুক্তি সংগ্রাম। উভয়েই অসাম্প্রদায়িকতা ও অহিংস নীতির মাধ্যমে মানুষের মুক্তির আন্দোলন  শুরু করেছিলেন। তাঁদের অনুপ্রেরণায় দুই দেশের স্বাধীনতা সংগ্রামে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। ফলে আমরা পেয়েছি স্বাধীন দুটি রাষ্ট্র। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর জীবনীনির্ভর তথ্যচিত্র নিয়ে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারত, দুটি দেশের স্বাধীনতা সংগ্রামে যে দুই ব্যক্তিত্ব নেতৃত্ব দিয়েছেন সেই মহান দুজন মানুষ হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধী। বাংলাদেশ ও ভারতের স্বাধীনতার সংগ্রামে আরেকটি খুব বড় মিল যে, দুই দেশের স্বাধীনতা সংগ্রামেই ছিল সাধারণ মানুষের সম্পৃক্ততা। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক একটি জাতি গঠনে ভূমিকা রেখেছেন। মহাত্মা গান্ধীও ভারতে সেই অসাম্প্রদায়িকতার মহান সেবক। তাঁর ডাকেও ভারতবাসী ঐক্যবদ্ধ হয়েছিল। এই দুই মহান নেতার জীবনী নিয়ে এ উদ্যোগ বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বকে আরও এগিয়ে নেবে।

 

সর্বশেষ খবর