বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
ওয়াজে উসকানিমূলক বক্তব্য

মুফতি ইব্রাহীম আটক

নিজস্ব প্রতিবেদক

ওয়াজে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ২টায় রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল। গতকাল বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে বলা হয়েছে, উসকানিমূলক বক্তব্য প্রচারের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য মুফতি ইব্রাহীমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ জানান, ইব্রাহীমকে আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবিসূত্র জানান, মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার রাতে তার বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে আসেন মুফতি ইব্রাহীম। ২০ মিনিটের লাইভে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থা ও ডিবি পুলিশের বিরুদ্ধে বিষোদগার করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর