বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দেশের সেবা রাজনীতির বাইরে গিয়েও করা যায়

বিশেষ প্রতিনিধি

দেশের সেবা রাজনীতির বাইরে গিয়েও করা যায়

শর্মিষ্ঠা মুখার্জি

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কন্যা শর্মিষ্ঠা মুখার্জি বলেছেন, দেশ সেবা রাজনীতির বাইরে গিয়েও করা যায়। বাবার লিগ্যাসি, আদর্শ ধরে রাখব। রাজনীতি ছাড়ার সিদ্ধান্তটা একান্ত ব্যক্তিগত।

কংগ্রেস থেকে পদত্যাগের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, ‘কংগ্রেসের সঙ্গে এতে সম্পর্ক নষ্ট হওয়ার কিছু নেই। কংগ্রেসের একজন সাধারণ সদস্য হিসেবে থাকব। সোনিয়া গান্ধীকে আগেই চিঠি লিখেছি।’

তাঁর সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে শর্মিষ্ঠা বলেন, ‘কথা হয়েছে। তিনি বলেছেন- ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক আছে, থাকবে। রাজনীতি ছাড়ার বিষয়টি আলাদা।’ শর্মিষ্ঠা মুখার্জি বলেন, ‘রাজনীতিতে বেশি দিন হয়নি যোগ দিয়েছি। দল যা দায়িত্ব দিয়েছিল পালন করেছি। রাজনীতি করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। অনেকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি আসলে অনেক দেরিতে রাজনীতিতে যোগ দিয়েছিলাম। ছোটবেলা থেকে যারা রাজনীতি করে তাদের কথা আলাদা।’

সর্বশেষ খবর