বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এখনো ঘরে ঘরে পুলিশি আক্রমণ চলছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, এখনো বিএনপি নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে। তল্লাশির নামে চরম হয়রানি চালানো হচ্ছে। তিনি বলেন, বিএনপির জনসমর্থনের জোয়ারে সরকারের ভিতরে ‘হৃদকম্পন’ শুরু হয়েছে। তারা ভয়ে কাঁপছে। এজন্য তারা বিএনপির ওপরে চড়াও হয়ে আক্রমণ করছে।

গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা ও  ডেঙ্গু হেল্প সেন্টার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, এখনো সময় আছে, ব্যর্থতার দায়ে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণ যাতে তাদের পছন্দ মতো সরকার নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করুন। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন সময় এসেছে উঠে দাঁড়াবার। এখন সময় এসেছে এই সরকারকে পরিষ্কার করে বলে দেওয়ার যে, তোমাকে আমরা চাই না, এখন বিদায় নিতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে দিতে হবে। সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, নেতা তো একজন আমাদের বাংলাদেশে। তিনি বেগম খালেদা জিয়া। দলের মহানগর দক্ষিণের করোনা হেল্প সেন্টার পরিচালনা কমিটির আহ্‌বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন,  দক্ষিণের সহ-সভাপতি নবী উল্লাহ নবী প্রমুখ।

সর্বশেষ খবর