বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
প্রতিমন্ত্রীর অভিযোগ

ঘুষ না দেওয়ায় জমি রেজিস্ট্রি হয়নি

নিজস্ব প্রতিবেদক, যশোর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’- অনেক প্রতিষ্ঠানে এমন লেখা থাকলেও এ কথা কেউ বিশ্বাস করে না। তিনি আক্ষেপ করে বলেন, ‘একজন জনপ্রতিনিধি ও মন্ত্রী হয়ে এক সপ্তাহ আগে আমার ছেলের নামে জমি রেজিস্ট্রি করাতে পাঠালে ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি। আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি।’

গতকাল দুপুরে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সাধারণ  মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ-এমআরডিআই এর উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল প্রমুখ। এর আগে সাপখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশ স্থলে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

সর্বশেষ খবর