শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা নেতা হত্যায় বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা নেতা হত্যায় বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ যিনি রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অত্যন্ত সোচ্চার ছিলেন, রোহিঙ্গা শিবিরে তাকে নির্মমভাবে প্রকাশ্যে হত্যার ঘটনা বিশে^ দেশের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হয়েছে। বুধবার রাতে উখিয়ায় লাম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে বর্বরোচিত কায়দায় হত্যার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ এই সরকার আমাদের দেশে আশ্রিত শরণার্থীদের নিরাপত্তা দিতেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। দেশে যে জানমালের কোনো নিরাপত্তা নেই, আইনশৃঙ্খলার কোনো বালাই নেই, তার নিকৃষ্ট প্রমাণ হলো উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা। তিনি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর