শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কাশিমপুর কারাগারে বাদী আসামি বিয়ে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ে হয়েছে। হাই কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে কারাগারের ভিতরে তাদের বিয়ে হয়। হাজতি ওই বরের নাম কে এম আক্কাস (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন পূর্ব খাটিয়া এলাকার আবদুল হামিদের ছেলে। বাদী কনের বাড়িও চট্টগ্রামে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, ঢাকার পল্টন থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেফতার কে এম আক্কাস এ কারাগারে বন্দী রয়েছেন। হাইকোর্টের আদেশে ওই মামলার বাদীর সঙ্গে গতকাল দুপুরে কারাগারের ভিতর হাজতি কে এম আক্কাসের বিয়ে হয়। উভয় পক্ষের একজন করে অভিভাবকের উপস্থিতি ও সম্মতিতে ২০ লাখ এক টাকা দেনমোহর ধার্য করা হয়। চলতি বছরের প্রথম থেকে আক্কাস কারাগারে বন্দী রয়েছেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  প্রেমিকাকে বিয়ে না করে আক্কাস অন্য এক নারীকে বিয়ে করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার প্রেমিকা (৩৫)। এ মামলায় গ্রেফতার হন আক্কাস। পরবর্তীতে আক্কাসকে ডিভোর্স দেন তার স্ত্রী। হাই কোর্ট ডিভিশনের স্মারক নং-৩৮২৯১ তারিখ ১৯/৯/২১ মূলে এ বিয়ে সম্পন্ন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর