শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞাপনসহ কোনো বিদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে চলতে পারবে না। গতকাল থেকে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান সম্প্রচার করে এমন সব চ্যানেলের প্রচার বন্ধ করেছেন ক্যাবল অপারেটররা। এর আগে সরকার সিদ্ধান্ত নেয়, বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে বিজ্ঞাপন ব্যতীত ফ্রেশ ফিড প্রচার করতে পারবে। তবে বিজ্ঞাপনসহ যেসব চ্যানেল অনুষ্ঠান প্রচার করে সেগুলো বাংলাদেশে দেখানো যাবে না। এ ব্যাপারে ক্যাবল অপারেটররা জানান, বিজ্ঞাপনসহ বিদেশি টেলিভিশন চ্যানেলগুলো অনুষ্ঠান প্রচার করে। সেখান থেকে বিজ্ঞাপন কেটে বাদ দেওয়া সম্ভব নয়। এ জন্য চ্যানেলগুলোর সম্প্রচারই বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি আনোয়ার           পারভেজ সাংবাদিকদের জানান, বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল প্রচার করা সম্ভব নয়। এ জন্য আপাতত বিদেশি চ্যানেলের প্রচার তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক বন্ধ করা হয়েছে। গতকাল রাত থেকে দর্শকরা এসব চ্যানেল দেখতে গেলে পর্দায় একটি বার্তা  দেখতে পাচ্ছেন। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ১ অক্টোবর থেকে বিজ্ঞাপনবিহীন ক্লিন ফিড ছাড়া  কোনো বিদেশি চ্যানেল প্রচার করা যাবে না। সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক ক্লিন ফিডবিহীন বিদেশি অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। এর আগে ২ সেপ্টেম্বর সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে অ্যাটকো, কোয়াব, বিদেশি চ্যানেল ডিস্ট্রিবিউটর, আকাশ ডিটিএইচ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এ বিষয়ে ঘোষণা দেন। তিনি বলেন, ৩০ সেপ্টেম্বরের পর থেকে ক্লিন ফিড ছাড়া দেশে কোনো বিদেশি চ্যানেল সম্প্রচার চালাতে পারবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর