শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশেষ ব্যবস্থায় দিলেন করোনা রোগী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল কার্জন হলে পরীক্ষায় অংশ নেওয়া ভর্তিচ্ছুদের একাংশ - জয়ীতা রায়

অপ্রীতিকর ঘটনা বা জালিয়াতির কোনো অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। এ বছর ঢাকা ও বিভাগীয় শহরগুলোর সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৯৩ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সকাল ১০টার মধ্যেই কেন্দ্রে উপস্থিত হন ভর্তিচ্ছুরা। ১১টায় সব কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়ে চলে সাড়ে ১২টা পর্যন্ত। ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ঢাকার ৭৯ কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ঢাকার বাইরে রংপুরে পাঁচ, খুলনায় চার এবং ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও সিলেটে একটি করে মোট ১৪ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে করোনা শনাক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসা কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় এক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে পলিথিনে মুড়িয়ে উত্তরপত্র সংগ্রহ করা হয়। অন্তত পাঁচ দিন পর খাতাটি খুলতে বলা হয়েছে।

এদিকে ঢাবির ভর্তি পরীক্ষা রাজধানীর বাইরে হওয়ায় অনেক খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে তাদের সময়, অর্থ ও দুর্ভোগ লাঘব হয়েছে। প্রতি বছর এ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা। উল্লেখ্য, এ বছর ‘ক’ ইউনিটে ১ হাজার ৮১৫ আসনের জন্য আবেদন করেছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন। এদিকে পরীক্ষা শুরুর পর সোয়া ১১টার দিকে কার্জন হলের একটি কেন্দ্র পরিদর্শন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি বজায় রেখে সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। বিভাগীয় শহরের কেন্দ্রগুলোর খোঁজখবরও নিয়েছি। ওই কেন্দ্রগুলোতেও স্থানীয় প্রশাসনসহ সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে বলে জানতে পেরেছি।’ তিনি বলেন, ‘অবৈধ পন্থায়, ডিজিটাল জালিয়াতি বা যে কোনো অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর