শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মুশফিকের নামে গেমিং অ্যাপ

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকের নামে গেমিং অ্যাপ

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের নামে চালু হয়েছে গেমিং অ্যাপ। বাংলাদেশে তৈরি লিজেন্ডারি এ গেমিং অ্যাপের নাম ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’। গতকাল এ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমকে ব্র্যান্ডিং করে গেমিং অ্যাপটি তৈরি করেছে যৌথভাবে কেপিসি এন্টারপ্রাইজ ও টারটেইল সলিউশন। রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান, টারটেল সলিউশনসের চেয়ারম্যান খান রিফাত সালাম প্রমুখ।

অ্যাপটিতে ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন যুক্ত করা হয়েছে। এতে রয়েছে তিনটি আলাদা মোডিউল জেনারেল, মাল্টিপ্লেয়ার এবং লিজেন্ডারি। জেনারেল মোডে একজন ইউজার বেছে নিতে পারবেন প্রতিপক্ষ দেশ। যার বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন মুশফিক হয়ে। গেমিং অ্যাপটি বেটা ভার্শন গুগল প্লে স্টোর থেকে আপলোড করা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর