শিরোনাম
রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিশ্বকাপের উদ্দেশে টাইগারদের যাত্রা

ক্রীড়া প্রতিবেদক

মরু দেশ সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে টি-২০ বিশ্বকাপ খেলার উদ্দেশে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত সাড়ে ১০টায় বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে ওমানের রাজধানী মাস্কাটে যাবেন ক্রিকেটাররা। দলের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান বর্তমানে আইপিএল খেলছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকে সরাসরি তারা দলের সঙ্গে যোগ দেবেন।

বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। সেদিনই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি        হবে স্কটল্যান্ডের। প্রথম রাউন্ডে বি গ্রুপে বাংলাদেশ এছাড়াও মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি এবং স্বাগতিক ওমানের। ১৯ অক্টোবর স্বাগতিক ওমান এবং ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। এই রাউন্ডে এ গ্রুপে খেলবে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। এ দুই গ্রুপ থেকে দুটি করে দল সুপার টুয়েলভে স্থান করে নেবে। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলে পরের রাউন্ডে দুই নম্বর গ্রুপে সুযোগ পাবে। এই গ্রুপে আগে থেকেই রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। সঙ্গে ষষ্ঠ দল হিসেবে যুক্ত হবে প্রথম রাউন্ডের ‘গ্রুপ-এ’ এর রানার্সআপ দল। চূড়ান্ত পর্বে খেলার আগে ওমানে কোয়ারেন্টাইন শেষ করে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আমিরাতে এসে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

সর্বশেষ খবর