রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নির্বাচন নির্বাচন খেলা আর হবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কথা খুব পরিষ্কার। নির্বাচন নির্বাচন খেলা আর হবে না। নির্বাচন অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। অবশ্যই সেটি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় হতে হবে। আগামী জাতীয় নির্বাচনের সময়ে নিরপেক্ষ সরকার না থাকলে সেই নির্বাচন বিএনপি কখনই মেনে নেবে না। গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্দলীয়- নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবিতে এই প্রথম কর্মসূচির আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুলের সভাপতিত্বে ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির  ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমানউল্লাহ আমান, যুবদলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া, মহিলা দলের হেলেন জেরিন খান, ছাত্রদলের ফজলুর রহমান খোকন। এ ছাড়া আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী এবং অধ্যাপক আবদুল লতিফ মাসুম। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের কোনো জনসমর্থন  নেই। তারা জানে যে, যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয় তারা ৩০টি আসনও পাবে না। এই কারণে তারা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করেছে। গণমাধ্যমকেও তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে। ফলে আজকে গোটা জাতি কথা বলতে পারছে না। মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, আপনাদের দিন ঘনিয়ে এসেছে। এখনো সময় আছে জাতীয় নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করে ক্ষমতা থেকে সরে যান। জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দেন। নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, মজার কথা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার হুদা সাহেব, যিনি নির্বাচনী ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছেন। তিনিও বলছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্বাচন কমিশন গঠন করা উচিত। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সবাই সুশৃঙ্খল হোন, কেউ বিশৃঙ্খল হবেন না। শুধু পদের জন্য দৌড়াবেন না। নতুন কমিটি হচ্ছে তার জন্য মাঠ বোঝাই করে দেবেন না। মাঠ বোঝাই করবেন যখন আন্দোলনের ডাক আসবে ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা মাঠে নামব।

সর্বশেষ খবর