মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এডিবির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায়

নিজস্ব প্রতিবেদক

এডিবির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায়

আ হ ম মুস্তফা কামাল

উন্নয়নের সহযাত্রী হিসেবে বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল এডিবি ঢাকা অফিস প্রধান (কান্ট্রি ডিরেক্টর) মনমোহন প্রকাশের বিদায় অনুষ্ঠআনে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি মনমোহনের পরিবারের কাছেও চিরকৃতজ্ঞ জানান। কেননা তার বীর পিতা ভারতীয় বিমান বাহিনীর সদস্য হিসেবে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। প্যাসিফিক সোনারগাঁ  হোটেলে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের বিদায়কালীন অনুষ্ঠানে অর্থবিভাগের সিনিয়র সচিব, আবদুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, সমকালীন বৈশ্বিক উন্নয়ন বিষয়গুলোতে মনমোহন প্রকাশের বুদ্ধিমত্তা এবং দূরদর্শী চিন্তাভাবনা সত্যিই বিস্ময়কর, যা অনস্বীকার্য। বছরের পর বছর ধরে বাংলাদেশের শুভকামনায় মনমোহন যে অকৃত্রিম সমর্থন দিয়েছেন, তাতে বাংলাদেশর এবং এডিবির মধ্যে সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। মনমোহন দাফতরিক দায়িত্ব পরিবর্তনের কারণে আমাদের কাছে বিদায় নিলেও কার্যত তিনি সর্বদা আমাদের সঙ্গে থাকবেন, কেননা তিনি তার কাজের মাধ্যমে জয় করেছেন আমাদের হৃদয় ও মনকে। এর আগে একই স্থানে  বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-২৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকার পক্ষে ফাতিমা ইয়াসমিন ও এডিবি কান্ট্রি মিশন প্রধান এতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়নে একটি প্রকল্প বাস্তবায়িত হবে।

সর্বশেষ খবর