মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

১০ জন নিয়েই ভারতকে রুখে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

১০ জন নিয়েই ভারতকে রুখে দিল বাংলাদেশ

৫২ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। ১০ জনের দল হয় বাংলাদেশ। একজন কম নিয়ে জামাল বাহিনী সমানে সমানে লড়াই করে আটকে দিয়েছে ভারতকে। ড্র করেছে ১-১ গোলে। ভারতের বিপক্ষে ‘জয়’ শব্দটি এখনো অধরা। ১৮ বছর আগে ঘরের মাঠে সর্বশেষ প্রতিবেশী ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালের পর দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে বহুবার। কিন্তু ড্রয়ের বেশি সাফল্য নেই জামাল বাহিনীর। সর্বশেষ লড়াইয়ের ফলও হার। র‌্যাঙ্কিংয়ে প্রতিবেশীরা এগিয়ে। কিন্তু গতকাল মালদ্বীপের রাজধানী মালেতে সমান তালে লড়াই করেছেন তপু বর্মণ, জামালরা। সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচটি পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়েছে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে ১০ জনের বাংলাদেশ ইয়াসিন রাব্বির দুর্দান্ত হেডের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে অস্কার ব্রুজোনের বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। আগামী বৃহস্পতিবার স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনাল খেলবে সাফ চ্যাম্পিয়নশিপে। চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনাল খেলবে। নতুন কোচ অস্কার ব্রুজোনের নেতৃত্বে ফাইনালের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। প্রথম ম্যাচে তপুর গোলে হারিয়েছিল ‘দ্বীপরাস্ট্র’ শ্রীলঙ্কাকে। গতকাল জয়ের তাগিদে একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে ব্রুজোন বাহিনী। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের মতো গতকালও ত্রাস ছিলেন ভারতীয় অধিনায়ক স্ট্রাইকার সুনীল ছেত্রী। ২৬ মিনিটে ডি বক্সের ডান প্রান্ত থেকে ডিফেন্স চেড়া বলে ডান পায়ের ভলিতে ছেত্রী দুর্দান্ত ফিনিশ দেন (১-০)। পিছিয়ে পড়ার পর প্রথমার্ধে সুযোগ সৃষ্টি করেছিল বাংলাদেশ। কিন্তু গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে সরাসরি লালকার্ড দেখেন বিশ্বনাথ। ১০ জনে পরিণত হওয়ার পর ব্রুজোন বাহিনী অলআউট ফুটবল খেলতে থাকে। ৭০ মিনিটে সুমন রেজা ও সোহেল রানাকে নামানোর পর বাংলাদেশের ফুটবলের গতি বেড়ে যায়। অলআউট ফুটবল খেলতে থাকেন জামালরা। ৭৪ মিনিটে কর্নারে সমতা আনে বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে জামালের কর্নারে ভেসে বলে ব্যাক হেড করেন তপু। বল ছোট বক্সে গেলে ফাঁকায় দাঁড়ানো ইয়াসিন রাব্বি হেডে স্কোর লাইন ১-১ করেন। সমতা আসার পর ভারত ঘুরে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু ইয়াসিন রাব্বি, সোহেল রানাদের আক্রমণাত্মক ফুটবলের কাছে খেই হারিয়ে ফেলছিল বারবার। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেন জামালরা। এরমধ্যে ম্যাচে যোগ ৪ মিনিটের শেষ সময়ে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতীয় গোলরক্ষকের দৃঢ়তায় জয় অধরাই রয়ে যায় দেড় যুগ ধরে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর