মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ক্লিন ফিড দেওয়া চ্যানেল না চালালে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে ২৪টির বেশি বিদেশি চ্যানেল ক্লিন ফিড দেয়, এগুলো চালাতে কোনো বাধা নেই। এরপরও এগুলো কেউ না চালালে লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। কেবল অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের লাইসেন্সের শর্ত মেনে চলতে হবে। কেউ আইন ভঙ্গ করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে কেবল লাইন ডিজিটালাইজেশন করতে হবে। গতকাল দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো প্রতিনিধিরা ক্লিনফিড বাস্তবায়নের পদক্ষেপের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এলে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক বাবু, ডিবিসি টিভির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান প্রমুখ বৈঠকে যোগ দেন।  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের গণমাধ্যম শিল্পের সবার স্বার্থে আমরা আইন অনুযায়ী বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিড বাস্তবায়নের কাজ করছি। সুতরাং দেশ ও সবার স্বার্থের বিপক্ষে কেউ অবস্থান গ্রহণ করবেন বা তাদের পক্ষে কেউ ওকালতি করবেন- এটি কখনো কাম্য নয়।  মন্ত্রী আরও বলেন, ক্যাবল অপারেটরসহ সবপক্ষকে নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পয়লা নভেম্বর থেকে ঢাকা এবং চট্টগ্রামে ক্যাবল অপারেটিং সিস্টেমকে তারা ডিজিটালাইজ করবে। আশা করব এই সময়সীমা সবাই অনুসরণ করার চেষ্টা করবেন। সবাই দেশের স্বার্থ এবং আইন মানাকে তুলে ধরবেন।

সর্বশেষ খবর