বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মহালয়ায় ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

মহালয়ায় ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার

দেবী দুর্গার আগমনী বার্তায় মহামারী থেকে মুক্তির আরজিতে দেশব্যাপী মহালয়া পালিত হয়েছে। গতকাল ভোর থেকে চ-ীপাঠের মাধ্যমে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারা দেশে সম্পন্ন হয় মহালয়ার আচার অনুষ্ঠান।

ভোরে ঢাকেশ্বরী মন্দিরে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে মহালয়ার অনুষ্ঠানের সূচনা করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

এরপর ঢাকের বোলে চন্ডীপাঠে শুরু হয় মহালয়ার পর্ব। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণের পূজামন্ডপে ‘তিল তর্পণ’-এর মাধ্যমে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত চন্ডী পাঠ করা হয়। মিরপুর কেন্দ্রীয় মন্দিরে মহালয়ায় চন্ডীপাঠের পর পরিবেশিত হয় ভক্তিগীতি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্দির কমিটির সভাপতি অসীম কুমার রায়, সম্পাদক সুকুমার শর্মা, নিখিল বিশ্বাস, পবিত্র সমাদারসহ ভক্তরা। শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। কিন্তু মহামারীর কারণে মহালয়া থেকে শুরু করে সব ক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর