বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদের আমরা চিহ্নিত করব এবং শাস্তি দেব। যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ কে আব্দুল মোমেন বলেন, কেউ মারা যাক, তা আমরা চাই না। তবু একজন নিহত হয়েছেন। আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছি। তিন জন ধরা পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে, মহিবুল্লাহ রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন। কোনো কোনো লোক হয়তো তা পছন্দ করেনি। এটি খুব দুঃখজনক। ক্যাম্পে যে সব রোহিঙ্গা আছেন, তাদের আমরা পূর্ণ নিরাপত্তা দিচ্ছি। মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে এখানে অস্ত্র আসছে এবং এ বিষয়ে আমরা শক্ত অবস্থান নিয়েছি। প্রয়োজনে যা যা দরকার, সবকিছুই করা হবে।

ভাসান চরে জাতিসংঘের সম্পৃক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, চুক্তি চূড়ান্ত হয়ে আছে। যে কোনো মুহূর্তে তারা সেখানে যাবে। রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পালিয়ে যাবে না কেন, এটি তো তাদের দেশ না। যারা যেতে চাইছে যাক। আমরা তো তাদের দাওয়াত দিয়ে আনিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর