শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
শিক্ষাপ্রতিষ্ঠান কতটা নিরাপদ

স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে

-ড. এ এস এম মাকসুদ কামাল

আকতারুজ্জামান

স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে

আকতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, যেসব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, শ্রেণিকক্ষ নিরাপদ করতে পারবে সে প্রতিষ্ঠানগুলো নিরাপদ। যেগুলোয় দুর্বলতা থাকবে সেগুলো নিরাপদ  প্রতিষ্ঠান নয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। উপ-উপাচার্য বলেন, ইতিমধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনেই ছাত্রছাত্রীরা হলে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসব ছাত্রছাত্রীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে, তাদের স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। ডাইনিং ও ক্যান্টিনে সামাজিক দূরত্ব মানতে হচ্ছে তাদের। সব হলের গেটে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি করোনার পাশাপাশি ডেঙ্গু থেকেও যেন শিক্ষার্থীরা নিরাপদ থাকতে পারে, মশার প্রকোপ যেন বাড়তে না পারে এজন্য সিটি করপোরেশন কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনার টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। টিকা নিতে প্রয়োজনীয় এনআইডি যেসব শিক্ষার্থীর নেই তাদের জন্য একটি বুথ উদ্বোধন করা হয়েছে। ড. মাকসুদ কামাল বলেন, হলের প্রাধ্যক্ষ ও হাউস টিউটররা আবাসিক হলের স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর মনিটরিং করছেন। আসলে শুধু মনিটরিং করে করোনা নিয়ন্ত্রণ করা যাবে না। শিক্ষার্থীদের করোনা নিয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে। তারা ভালোভাবে জানে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে হলে থাকতে হবে। গণরুম বলতে হলে কিছু থাকবে না, এ রকমই একটা সিদ্ধান্ত রয়েছে আমাদের। অনেক শিক্ষার্থীর ঢাকায় থাকার ব্যবস্থা নেই। এও আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে।

সর্বশেষ খবর