শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অর্থবছর শেষে জিডিপি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি বিবেচনায় চলতি ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল সংস্থাটির সদর দফতর ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত ‘অনিশ্চয়তার মধ্যে দক্ষিণ এশিয়ার অর্থনীতি পুনরুদ্ধার’ শীর্ষক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাংক মনে করছে অর্থনীতি ও প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ এবং আগামী ২০২২-২০২৩ অর্থবছরে ৬ দশমিক ৯ পর্যন্ত উন্নীত হতে পারে। সংস্থাটি জানায়, বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের ধারাবাহিক ইতিবাচক ধারায় রয়েছে। দেশটি গত এক দশকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে রয়েছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে বিপুল সংখ্যক কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শক্তিশালী অবস্থান এবং স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির কারণে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে বাংলাদেশের। ২০২৬ সাল থেকে নতুন পথচলা শুরু করবে দেশটি। এতে আরও বলা হয়, ১৯৯১ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ। ২০১৬ সালের হিসাবে তা ১৪ দশমিক ৩ শতাংশে নেমেছে। মানব উন্নয়ন সূচকেও অনেক উন্নতি করেছে দেশটি। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মধ্যম আয়ের দেশ হওয়ার আকাক্সক্ষায় প্রবৃদ্ধি ও উন্নয়নের একটি সফল পথচলার রেকর্ড রয়েছে। বিশ্বব্যাংকও বাংলাদেশের উন্নয়নের সহযাত্রী হিসেবে ১৯৭২ সাল থেকেই সঙ্গে রয়েছে। এ সময়ে বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।

সর্বশেষ খবর