শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দুর্গোৎসবে প্রস্তুত পূজামন্ডপ

নিজস্ব প্রতিবেদক

দুর্গোৎসবে প্রস্তুত পূজামন্ডপ

দুর্গাপূজার আর মাত্র দুই দিন বাকি। মন্ডপের সাজসজ্জায় শেষ মুহূর্তের ব্যস্ততায় সময় পার করছেন পূজা কমিটির সদস্যরা। প্রতিমায় রঙের কাজ করছেন শিল্পীরা। পালবাড়ি থেকে অনেক মন্ডপে এর মধ্যেই নিয়ে যাওয়া হয়েছে প্রতিমা। পূজা উপলক্ষে কেনাকাটার ভিড় শপিং মল ও পাইকারি দোকানে।

সরেজমিন রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে সনাতন সমাজকল্যাণ সংঘের পূজামন্ডপে গিয়ে দেখা যায়, সাজসজ্জার কাজ প্রায় শেষ। প্রতিমাও প্রস্তুত। এখন চলছে আলোকসজ্জা ও গেটের কাজ। সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীরচন্দ্র বলেন, ‘করোনা মহামারীর কারণে আমরা এবার আলোকসজ্জা মাঝারি রকমের করেছি। স্বাস্থ্যবিধি বজায় রাখতে জোর দেওয়া হয়েছে। এক গেট দিয়ে দর্শনার্থী প্রবেশ করে আরেক গেট দিয়ে বেরোবেন। প্রতিটি কোনায় হ্যান্ড স্যানিটাইজার রাখা থাকবে। যারা মাস্ক ছাড়া আসবেন তাদের মাস্ক দেওয়া হবে। স্বাস্থ্যবিধি বজায় রাখতে কাজ করবে ১০১ সদস্যের স্বেচ্ছাসেবক টিম। আমাদের প্রতিমা ও মন্ডপের শিল্পী উত্তম রায়।’

রাজধানীর অন্য পূজামন্ডপগুলোয়ও চলছে শেষ সময়ের প্রস্তুতি। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটইর্জ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এ বছর রাজধানীতে ২৩৮ আর সারা দেশে ৩২ হাজার ১১৭ মন্ডপে দুর্গাপূজা হবে।’

পূজা উপলক্ষে শপিং মল, মার্কেটে চলছে কেনাকাটার ধুম। গতকাল গাউছিয়া মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন লীলা সাহা। তিনি বলেন, ‘পূজায় পরিবারের সবার জন্য কেনাকাটা করতে এসেছি। ছেলেমেয়ের শার্ট, থ্রিপিস কেনা শেষ। এখন স্বজনদের জন্য কেনাকাটা করছি।’

সর্বশেষ খবর