শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা

কলকাতা প্রতিনিধি

বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা

বিধানসভার সদস্য হিসেবে গতকাল দুপুরে শপথ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রথা ভেঙে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করায় বিজেপির কোনো সদস্য উপস্থিত ছিলেন না। অন্যদিকে  খারাপ আবহাওয়ার কারণে তৃণমূলের বিধানসভা সদস্যদের উপস্থিতির হারও ছিল খুব কম। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় স্পিকারের কামরায় রাজ্যপালের সঙ্গে চা-চক্রে মিলিত হন। সেখানে উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী ও সিনিয়র তৃণমূল নেতা পার্থ চ্যাটার্জি। গত ৩০ সেপ্টেম্বর বিধানসভার উপনির্বাচনে ‘ভবানীপুর’ কেন্দ্রে  রেকর্ড ভোটে জয়ী হন মমতা ব্যানার্জি। ৫৮ হাজার ৮৩৫ ভোটে তিনি পরাজিত করেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। গত মার্চ-এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচনে ‘নন্দীগ্রাম’ কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে খুব সামান্য ব্যবধানে পরাজিত হন মমতা। অবশ্য তার দল তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসে। এরপর গত ৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মমতা। পরবর্তীতে তার মন্ত্রিসভার অন্য সদস্যরাও শপথ নেন। কিন্তু মুখ্যমন্ত্রীর গদি টিকিয়ে রাখতে মমতাকে ছয় মাসের মধ্যে ফের  কোনো একটি কেন্দ্রে নির্বাচিত হয়ে আসতেই হতো। সেক্ষেত্রে ভবানীপুর আসনে ইস্তফা দেন মমতারই বিশ্বস্ত সৈনিক শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে বিধানসভা চলাকালীন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামসেরগঞ্জ কেন্দ্র দুটির সংযুক্ত প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন স্থগিত হয়ে পড়ে। ফলে ভবানীপুরের ভোটের দিন ওই দুটি আসনে সাধারণ নির্বাচন হয়। জঙ্গিপুর আসনে ৯২৪৮০ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামসেরগঞ্জ আসনে তৃণমূলের টিকিটে ২৬,৩৭৯ ভোটে জয়ী হন আমিরুল ইসলাম। এই দুজনও গতকাল শপথ নিয়েছেন।

সর্বশেষ খবর