শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মতপ্রকাশের লড়াইয়ে শান্তির নোবেল পেলেন দুই সাংবাদিক

প্রতিদিন ডেস্ক

মতপ্রকাশের লড়াইয়ে শান্তির নোবেল পেলেন দুই সাংবাদিক

গণতন্ত্র আর টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত মত প্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ের জন্য স্বীকৃতি পেলেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ। নরওয়ের নোবেল ইনস্টিটিউট গতকাল অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০২তম নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁদের নাম ঘোষণা করে। সূত্র : রয়টার্স, বিবিসি।

নোবেল কমিটির প্রধান বেরিট রেইস অ্যান্ডারসেন বলেন, বিশ্বে গণতন্ত্র আর সংবাদপত্রের স্বাধীনতা ক্রমেই হুমকির মুখে পড়ছে। তার বিপরীতে দাঁড়িয়ে যারা এসব আদর্শের জন্য লড়াই করে চলেছেন, সেসব সাংবাদিকের প্রতিনিধিত্ব করছেন     মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। মারিয়া রেসা ফিলিপাইনভিত্তিক অনলাইন নিউজ ওয়েবসাইট র‌্যাপলারের সহপ্রতিষ্ঠাতা। এর আগে তিনি মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় দুই দশক অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন। আর দিমিত্রি  মুরাতভ রুশ সংবাদপত্র নোভায়া গেজেতার এডিটর ইন চিফ। এই সংবাদপত্রটিকে অনেকেই রাশিয়ার একমাত্র সত্যিকার সমালোচক সংবাদমাধ্যম মনে করে থাকে। চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩২৯ জন ব্যক্তি আর প্রতিষ্ঠানের মনোনয়ন পেয়েছিল নোবেল কমিটি। তাদের মধ্যে রেসা আর মুরাতভই পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনা ভাগ করে নেবেন। প্রসঙ্গত, আগামী ১১ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর