শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

গণতন্ত্রের নামে খুনিদের হালাল করার রাজনীতি চলবে না

কুড়িগ্রাম প্রতিনিধি

গণতন্ত্রের নামে খুনিদের হালাল করার রাজনীতি চলবে না

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের নামে রাজাকার, জঙ্গি, খুনিদের হালাল করার রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না, চলবে না। বাংলাদেশের সংবিধানকে উড়িয়ে দিতে চায়, জাতির পিতাকে মানে না, ৩০ লাখ শহীদ মানে না, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় না তারা বাংলাদেশের কেউ না। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আপনি পাকিস্তানে চলে যান। বাংলাদেশ ভালো লাগে না থাকার দরকার কি। তিনি এখনো পাকিস্তানের ট্রেনেই অবস্থান করছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে দেশ আজ দুই শত্রুতে আক্রান্ত। ঘরের বাইরে রাজাকার আল বদর আর ভিতরে দুর্নীতিবাজ খন্দকার মোশতাকের অনুসারীরা। তারা উইপোকার মতো সরকারের উন্নয়ন খেয়ে ফেলছে। তিনি গতকাল দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়ের শেখ রাসেল অডিটরিয়ামে জেলা জাসদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, আবদুল্লাহিল কাইয়ুম, নইমুল আহসান জুয়েল, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক এমদাদসহ জেলা নেতৃবৃন্দ। পরে কুড়িগ্রাম জেলা জাসদের ত্রিবার্ষিক সম্মেলনে কুড়িগ্রাম জেলায় গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎকে সভাপতি ও তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডাকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৪৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর