রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দেশে এলো ভারত থেকে কেনা ১০ লাখ টিকা

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের টিকা ক্রয়ের চুক্তির আওতায় ১০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গতকাল দেশে এসে পৌঁছেছে। বিকাল সাড়ে ৫টায় টিকার চালান হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতর ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন। নিজ দেশে করোনাভাইরাস মহামারী চরম আকার ধারণ করায় গত এপ্রিল থেকে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। নিষেধাজ্ঞার পর বাংলাদেশেই প্রথম চুক্তির টিকা রপ্তানি করল ভারত। 

ভারতের সেরাম ইনস্টিটিউট  থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ ‘কোভিশিল্ড’ কিনতে গত বছরের নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তির টিকার সর্বমোট মূল্যের অর্ধেক হিসেবে গত জানুয়ারিতে অগ্রীম ৬০০ কোটি টাকা পরিশোধ করা হয়। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল। গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ এবং ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে। পাশাপাশি ভারত সরকারের উপহার হিসেবে ২১ জানুয়ারি আরও ২০ লাখ ডোজ এবং ২৬ মার্চ ১২ লাখ ডোজ কোভিশিল্ড পেয়েছে বাংলাদেশ। কিন্তু পরে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় বিশ্বে সব ধরনের টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয় নয়াদিল্লির কেন্দ্রীয় সরকার। পরিস্থিতির উন্নতি হওয়ায় গত সপ্তাহে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

সর্বশেষ খবর