রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
নোবেলজয়ী সাংবাদিক বললেন

সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ফেসবুক

প্রতিদিন ডেস্ক

সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ফেসবুক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন এ  বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। সূত্র : রয়টার্স।

তিনি ফেসবুককে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ মন্তব্য করে বলেছেন, ‘ঘৃণা এবং অপপ্রচারের বিস্তার রোধে ব্যর্থ ফেসবুক। তারা সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট।’ মারিয়া রেসা আরও বলেছেন, বর্তমানে ফেসবুক বিশ্বের বৃহত্তম সংবাদ পরিবেশক হয়ে উঠেছে। তবুও এটি সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। তারা সাংবাদিকতার বিরুদ্ধেও পক্ষপাতদুষ্ট।

২০২১ সালের জন্য শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ফিলিপাইনের এই  নারী সাংবাদিক। তার সঙ্গে যৌথভাবে এ পুরস্কার জিতেছেন রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ। গত শুক্রবার তাদের নাম ঘোষণা করে আন্তর্জাতিক নোবেল কমিটি।

সর্বশেষ খবর