রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিদেশে থাকা সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

মৌলভীবাজার প্রতিনিধি

বিদেশে থাকা সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশে বসে যারা সাইবার ক্রাইম করছেন, দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদের নিয়ন্ত্রণ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলার নবনির্মিত থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। 

গতকাল দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার নবনির্মিত থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জোহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে জুড়ী থানা ভবন নির্মাণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিদেশের নাগরিক এবং বিদেশে বসে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করছেন-আমরা বিষয়টি সেই দেশকে জানাচ্ছি। নতুন প্রজন্মের দিকে লক্ষ্য রাখতে হবে তারা যেন মাদকের পথে না যায়। সমাজ, দেশ ও পরিবারকে মাদকমুক্ত করতে হবে। কঠোরতা নয়, মাদকাসক্তদের কাউন্সেলিং করে স্বাভাবিক পথে ফিরিয়ে আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ বছর আগের পুলিশ আর আজকের শেখ হাসিনার পুলিশ এক নয়। আগের পুলিশ জনগণের বিরুদ্ধে দাঁড়াত, এখন পুলিশ জনগণের সহযোগিতার জন্য হাত বাড়ায়। তিনি বলেন, আমরা জঙ্গি সন্ত্রাস, আগুন সন্ত্রাস এসব দেখেছি। পুলিশ এসব দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। পুলিশ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা একের পর এক কাজ করছি। পুলিশের যা যা প্রয়োজন আমরা তাই করছি। জানা গেছে, ২০১৬ সালে ৭ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৩৫০ টাকা ব্যয়ে জুড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। ছয় তলাবিশিষ্ট আধুনিক এ ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সর্বশেষ খবর