রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
জাতীয় পার্টির নতুন মহাসচিব চুন্নু

৩০০ আসনে যোগ্য প্রার্থী দিতে চাই

শফিকুল ইসলাম সোহাগ

৩০০ আসনে যোগ্য প্রার্থী দিতে চাই

জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নবীন-প্রবীণ সমন্বয়ের মাধ্যমে আগামী নির্বাচনে ৩০০ আসনে জাপার প্রার্থী দিতে চাই। যোগ্য প্রার্থী তৈরির মাধ্যমে এককভাবে ভোট করে আমরা পার্টিকে যেন ক্ষমতায় আনতে পারি- সেভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মুজিবুল হক চুন্নু আরও জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্রের ক্ষমতাবলে তাকে পার্টির মহাসচিব নিযুক্ত করেছেন। তিনি বলেন, জি এম কাদের যে আস্থা এবং বিশ্বাস রেখে  আমাকে পার্টির মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দিয়েছেন- তা সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে মর্যাদা রক্ষা করতে হবে। তিনি বলেন, আমার লক্ষ্য গোটা বাংলাদেশে জাতীয় পার্টির যে লাখ লাখ নেতা-কর্মী রয়েছেন- তাদের মাধ্যমে সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের যে আদর্শ ও কর্মসূচি সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেব। তিনি জানান, দু-তিন দিনের মধ্যে পার্টির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, প্রেসিডিয়ামসহ পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে একটা গাইড লাইন তৈরি করা হবে।

এর আগে বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নুকে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ প্রদান করেন। মুজিবুল হক চুন্নু ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও ৬২ হাজার ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোট থেকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি সরকারের তৃতীয় মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর