সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অনলাইনে সক্রিয় জঙ্গিরা, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে সক্রিয় জঙ্গিরা, সতর্ক পুলিশ

দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয় রয়েছে। নিরাপত্তা বিষয়ে পুলিশ তেমন ঝুঁকি না দেখলেও আশঙ্কার কথা একেবারে উড়িয়ে দিচ্ছে না। তাই অনলাইনে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজামন্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিরা অনলাইনে নানা ধরনের পোস্ট দিচ্ছে। তবে তাদের পোস্ট দেখে উদ্বুদ্ধ হয়েছে, এমন কাউকে পাওয়া যায়নি। আমরা সতর্ক আছি। আমরা মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি। ছোট মন্দিরগুলোতে পুলিশের মোবাইল টিম কাজ করবে। প্রতিটি মন্ডপ ও আশপাশের এলাকা সাদা পোশাকের কর্মকর্তা, ডিবি পুলিশ, এসবি ও র‌্যাব সমন্বিতভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। করোনা সংক্রমণ কমে গেলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পূজামন্ডপে হ্যান্ড স্যানিটাইজ করার ব্যবস্থা থাকতে হবে। মাস্ক না পরে যেন কেউ পূজামন্ডপের ভিতরে ঢুকতে না পারে তা নিশ্চিত করা হবে। যারা বয়স্ক ও কমপক্ষে এক ডোজ টিকা নেননি তাদের পূজামন্ডপে না আসার অনুরোধ করেন ডিএমপি প্রধান মোহা. শফিকুল ইসলাম।

সর্বশেষ খবর