বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

জ্বর আছে ওঠানামা করছে তাপমাত্রা - সিটিস্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গতকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় -বাংলাদেশ প্রতিদিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফের বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরের তাপমাত্রা ওঠানামা করায় গতকাল বিকালে তাঁকে এ হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালের ১০ বি ওয়ার্ডের ১০২০৪ নম্বর কেবিনে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

এভারকেয়ার হাসপাতালের পরিচালক ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসার পর অধিকতর পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, তিনি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। তাঁর শরীরের তাপমাত্রা ওঠানামা করছে। হাসপাতালে আসার পর সিটিস্ক্যানসহ কিছু পরীক্ষা করা হয়েছে। কিডনি ও লিভারের পরীক্ষার জন্য তাঁকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। এই চিকিৎসক আরও বলেন, বেগম জিয়ার অবস্থা সাময়িক ভালো কিন্তু দীর্ঘমেয়াদি স্বস্তি বলা যাবে না। একাধিক কারণে কয়েক দিন পরপর তাঁর জ্বর আসে। এর মধ্যে লিভার ও কিডনির ফাংশন সঠিকভাবে কাজ না করাও অন্যতম। এগুলো আসলে জটিল বিষয়। মাল্টিপল ডিজিজ। বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে রওনা দিয়ে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এ সময় গৃহকর্মী ফাতেমা সঙ্গে ছিলেন। গাড়ি থেকে হুইল চেয়ারে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়ার আগে গুলশানের বাসভবনে বেগম জিয়ার সঙ্গে দেখা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হচ্ছে এমন খবরে তাঁকে একনজর দেখতে দুপুর থেকেই বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এভারকেয়ারের সামনে ভিড় করেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মহিলা দল সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন প্রমুখ। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এ বছর এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় ২৭ এপ্রিল তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন। ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন। মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে ১৯ জুলাই করোনার প্রথম ডোজ ও ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।

সর্বশেষ খবর