শিরোনাম
বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চলতি সপ্তাহেই ১২ বছর ঊর্ধ্বদের করোনার টিকা

নিজস্ব প্রতিবেদক

দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের এ সপ্তাহে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। ঢাকা শহরের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের ২১টি সেন্টারে শিশুদের টিকা দেওয়া হবে। প্রথমে ট্রায়াল হিসেবে ৫০ থেকে ১০০ শিশুকে টিকা দিয়ে কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে।

গতকাল স্বাস্থ্য অধিদফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ‘শিশুদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে। এ টিকা যেহেতু টেকনিক্যালি ডিমান্ডিং, মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় এ টিকা সংরক্ষণ করতে হয়। তাই যেসব জেলা ও সিটি করপোরেশনে ফাইজার টিকা সংরক্ষণ করা যাবে এমন ২১টি সেন্টার আমরা নির্বাচন করেছি। শিশুদের টিকা যারা দেবে তাদের প্রশিক্ষণ দিতে হবে, সেন্টারে টিকা পৌঁছানো-প্রস্তুতির অনেক বিষয় রয়েছে। আমাদের কিছু কিছু প্রস্তুতি শেষ হয়েছে, আরও কিছু কাজ বাকি রয়েছে। আশা করি চলতি সপ্তাহের মধ্যে আমরা শিশু-কিশোরদের টিকা দেওয়া শুরু করতে পারব। আমরা কয়েকটি জায়গা নির্বাচন করেছি, এখনো নির্দিষ্ট করিনি কোথা থেকে শুরু করব। কোন কেন্দ্রে কখন শুরু করব তা পরে জানানো হবে।’ শিক্ষার্থীদের নিবন্ধন কীভাবে হবে জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘শিশুদের আপাতত স্কুলের মাধ্যমে নিবন্ধন করা হবে। আমরা যে স্কুলের শিশুদের টিকা দেব সেই স্কুল কর্তৃপক্ষ তালিকা দেবেন। পরে তা সুরক্ষা ওয়েবসাইটে যুক্ত করা হবে। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবে। আমরা যে কোনো টিকা দেওয়ার আগে টেস্ট রান করি। প্রথমে ৫০ থেকে ১০০ শিশুকে টিকা দিয়ে তাদের পর্যবেক্ষণ করব। পরে বড় আকারে টিকা দেওয়া হবে।’ টিকা প্রদান কেন্দ্র হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারকে স্বাস্থ্য অধিদফতর বিবেচনায় রেখেছে বলে জানান তিনি। যেসব জেলায় ফাইজার টিকা সংরক্ষণের সক্ষমতা নেই সেসব জেলার শিশুরা কীভাবে টিকা পাবে সে বিষয়ে জানতে চাইলে ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আপাতত এটি মেনে নিতে হবে। পরে প্রয়োজনে পাশের জেলায় শিশুদের নিয়ে গিয়ে টিকা দেওয়া হবে। জেলাগুলোর টিকা সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হবে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার পাশাপাশি আরও ১৯ জেলায় দেওয়া হবে ফাইজারের টিকা। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মীদের এ-সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার ১৯ জেলায় টিকা পাঠানো শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর। আপাতত যেসব জেলায় ফাইজারের টিকা দেওয়া হবে সেগুলো হলো- বরিশাল, ভোলা, ঝালকাঠি, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, যশোর, সাতক্ষীরা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ। এর মধ্যে চট্টগ্রামে চারটি, চাঁদপুরে দুটি, নোয়াখালীতে দুটি, নরসিংদীতে তিনটি, ময়মনসিংহে দুটি ও রাজশাহীতে আটটি কেন্দ্রে টিকা দেওয়া হবে। এ ছাড়া রাজধানী ঢাকার উভয় সিটি করপোরেশনে এ টিকা দেওয়া হবে আট কেন্দ্রে। ভবিষ্যতে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জসহ আরও ২৬ জেলায় ফাইজারের টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে ওসব জেলার টিকাদান-সম্পৃক্তদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি ঢাকার দুই সিটি করপোরেশনের ১৬ কেন্দ্রের সঙ্গে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতালে) চালু করা হবে ফাইজারের টিকাদান কেন্দ্র।

সর্বশেষ খবর