বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অকারণেই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

অকারণেই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, অকারণেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। মহামারীকালে অনেক যৌক্তিক কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। কিন্তু এখন কোনো কারণ ছাড়াই প্রতিটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। দেশে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, পরিবারের খরচ বেড়ে যাচ্ছে  কিন্তু মানুষের আয় বাড়ছে না। শিক্ষিত অনেক বেকার যুবক কাজ না পেয়ে মাদকে আসক্ত হচ্ছে। গতকাল বনানী কার্যালয়ে নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলামসহ অনেকেই নবনিযুক্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান। জি এম কাদের বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামেই আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। তখন আমাদের বিরুদ্ধে বৈষম্য করেছে পশ্চিম পাকিস্তান আর এখন আমরা বৈষম্যের শিকার হচ্ছি দেশের ভিতরে। কিছু মানুষ কোটি কোটি টাকা খরচ করতে বিদেশে যাচ্ছে, দেশের টাকা পাচার করে বিদেশে অট্টালিকা তৈরি করছে। দেশে মাথাপিছু আয় বেড়েছে কিন্তু দেশের বেশির ভাগ মানুষের পরিবার চালাতে দুশ্চিন্তাও বেড়েছে। তিনি বলেন, নির্বাচন আর আন্দোলনের সময় সবাই গণতন্ত্রের কথা বলে। কিন্তু নির্বাচন শেষ হলে গণতন্ত্রের কথা ভুলে যায়। এ বি এম রুহুল আমিন হাওলাদার মুজিবুল হক চুন্নুকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে কাজ করেছি। আমার দীর্ঘদিনের পথচলার সাথী। আন্তরিকভাবে তার সফলতা কামনা করি। মুজিবুল হক চুন্নু বলেন, প্রতিটি গ্রামে গ্রামে জাতীয় পার্টির কমিটি করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দলকে আরও সুসংহত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে শক্তিশালী জাতীয় পার্টি লড়াই করবে। গণমানুষের আস্থা নিয়ে জাতীয় পার্টি দেশের ভাগ্যের পরিবর্তন করবে।

সর্বশেষ খবর