শিরোনাম
বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায়

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায়

আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্সের সম্প্রতি প্রকাশিত ২০২১ সালের বিশ্বের বিজ্ঞানীদের শীর্ষ তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ফার্মেসি বিভাগের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সাবেক অধ্যাপক ও ডিন অধ্যাপক ড. এম এ রশীদ। সংস্থাটি সারা বিশ্বের ২০৬টি দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের ৭ লাখেরও বেশি বিজ্ঞানীর সাইটেশন ও অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে গত ১০ অক্টোবর বিশ্বব্যাপী এ তালিকাটি প্রকাশ করে। তালিকাটির ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে ড. এম এ রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উভয় ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকার করেন। এমনকি এশিয়া ও বৈশ্বিক ক্যাটাগরিতেও তিনি যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করেন। অধ্যাপক এম এ রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদে দীর্ঘকাল অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে যোগদান করেন। অন্যদিকে এসইউবির ফার্মাসি বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এ বিভাগের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। এডি সায়েন্টিফিক ইনডেক্সের র‌্যাংঙ্কিয়ে এ মর্যাদাপূর্ণ স্থান লাভ করায় ইতিমধ্যে তাকে এসইউবি পরিবার ও এর ট্রাস্টি বোর্ড অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

সর্বশেষ খবর