শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রাশিয়ায় ব্যস্ত সময় স্পিকারের

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ায় ব্যস্ত সময় স্পিকারের

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এ বক্তব্য রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আবিদা আনজুম মিতা ও খোদেজা আক্তার হোসেন অংশ নেন -বাংলাদেশ প্রতিদিন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান তিন দিনব্যাপী ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এ ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ১৩ অক্টোবর এ ফোরামের কার্যক্রম শুরু হয়। প্রথম দিনের ‘উইমেন : এ গ্লোবাল মিশন ইন এ নিউ রিয়েলিটি’ শীর্ষক প্ল্যানারি সেশনে বক্তব্য রাখেন তিনি। এ সময়             কভিড-১৯ পরবর্তী নেতিবাচক প্রভাব ও নারী সহিংসতা মোকাবিলায় সামাজিক ও বৈশ্বিক সম্মিলিত প্রয়াস গ্রহণের আহ্বান জানান তিনি। আজ আনুষ্ঠানিকভাবে শেষ হবে ফোরামের বিজনেস সেশন।

এতে বিশ্বের শতাধিক দেশের নারী প্রতিনিধি এবং বিশ্ব নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, গতকাল ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এর প্ল্যানারি সেশনে ভাষণ দেন রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের সদস্যরা সেশনে অংশগ্রহণ করেন।

ইউরেশিয়ান বিভিন্ন দেশের সংসদীয় দলের প্রতিনিধির পাশাপাশি বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন, সংসদের হুইপ ইকবালুর রহিম, আবিদা আনজুম মিতা এমপি ও খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর