শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

হাসপাতালে যেমন আছেন মনমোহন

প্রতিদিন ডেস্ক

হাসপাতালে যেমন আছেন মনমোহন

জ্বর ও দুর্বলতাজনিত সমস্যায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন হাসপাতালটির কর্মকর্তারা। সূত্র : এনডিটিভি। মনমোহন সিংয়ের কার্যালয় থেকে জানানো হয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রীর শরীরে জ্বর নেই। তবে তিনি শারীরিকভাবে ক্লান্ত আর দুর্বল। দুর্বলতা কাটাতে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে। কংগ্রেসের যোগাযোগ বিভাগের সম্পাদক প্রণব ঝা জানিয়েছেন, ড. সিংয়ের ‘রুটিন’ চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল। মনমোহন হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর অবস্থা নিয়ে যেসব গুজব ছড়িয়েছে, সেগুলোও উড়িয়ে দিয়েছেন তিনি। কংগ্রেসের এক টুইটে বলা হয়েছে, ‘আমাদের প্রিয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’ এদিকে গতকাল তাঁকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তাঁর সুস্থতা কামনা করেন তিনি। এদিন টুইটারে মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্যের কামনা করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর