শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। টানা দুই দিন ধরে চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। শরীরের তাপমাত্রা কমেছে। ডায়াবেটিসও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে কভিড-পরবর্তী জটিলতা ছাড়াও আর্থ্রাইটিস, কিডনি, লিভার, দাঁত ও চোখের নানা ধরনের রোগে ভুগছেন। এদিকে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৪ অক্টোবর ধার্য করেছে আদালত। বিএনপি

 মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেন, ‘আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কভিড-পরবর্তী জটিলতায় ভুগছেন। তবে তাঁর চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। বিশ্বের উন্নত হাসপাতালে তাঁর চিকিৎসা হওয়া দরকার। তাঁকে সম্পূর্ণভাবে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার।’ মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া জামিন প্রাপ্য। তাঁকে মুক্তি দিতে হবে, যাতে তিনি সুচিকিৎসা নিতে পারেন। তিন বছর তিনি জেলে ছিলেন। এ সময় তাঁর কোনো চিকিৎসা হয়নি। সরকার তাঁকে বিদেশে চিকিৎসা করাতেও দিচ্ছে না।

দুই দিনের দোয়া কর্মসূচি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুই দিনের দোয়া কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ শুক্রবার দেশব্যাপী জেলা ও মহানগরে দোয়া মাহফিল এবং কাল শনিবার সব উপজেলা/থানা ও পৌর ইউনিটে দোয়া মাহফিল। গতকাল স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক রফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, দোয়া মাহফিল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দুই মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে : ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন পেছানো হয়েছে। আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ দিন নির্ধারণ করেন। এদিন দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

 কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁর আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। এরপর বিচারক আবেদন মঞ্জুর করে ২৪ অক্টোবর দিন ধার্য করেন।

যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর