রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দেশে অন্ধকার যুগের শাসন চলছে

নিজস্ব প্রতিবেদক

দেশে অন্ধকার যুগের শাসন চলছে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশে বর্তমানে অন্ধকার যুগের শাসন চলছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) যখন পৃথিবীতে আসেন, সেই সময়টাকে আইয়্যামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ বলা হয়। আজকে ঠিক একই রকম অন্ধকার যুগের শাসন চলছে। এ থেকে আমাদের মুক্ত হতে হবে। মুক্তি পেতে হলে এদেশের মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে কল্যাণ পার্টির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকীবের সঞ্চালনায় আলোচনা সভায় সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নাসির ইকবাল বিন শাফী, সাভার বায়তুল মাগফেরাত কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হুমায়ুন কবির মাজেদী, কল্যাণ পার্টির ড. বদরুল আলম সিদ্দিকী, মাওলানা সালেহ উদ্দিন সিদ্দিকী, অবসরপ্রাপ্ত কর্নেল মো. আকরাম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল হাসান নাসির প্রমুখ বক্তব্য দেন। ড. মোশাররফ হোসেন বলেন, ‘কুমিল্লার ঘটনা গভীর ষড়যন্ত্রমূলক। বাংলাদেশে ৯২ ভাগ মুসলমান অধিবাসী হলেও বাংলাদেশ দাবি করে সাম্প্রদায়িক স¤প্রীতির দেশ। এখানে হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষ নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারে, পূজা অনুষ্ঠান পালন করতে পারে। এখানে কোনো সময় কোনো ধরনের অপচেষ্টা বা কোনো রকমের বাঁধা সৃষ্টি করা হয়নি।’ তিনি আরও বলেন, সাম্প্রদায়িক স¤প্রীতির দেশে স¤প্রীতিকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রকারীরা কোরআনকে মন্দিরে অত্যন্ত গর্হিত ও অপমানজনকভাবে রেখে দিয়েছে। এটার আমরা তীব্র নিন্দা করি এবং যারা এটা করেছে তাদেরকে খুঁজে বের করে বিচার দাবি করি। কেন না এই স¤প্রীতি নষ্ট করে এটাকে একটা রাজনৈতিক রূপ দিতে চায়।

সর্বশেষ খবর